কুমিল্লা পাঁচথুবি শালধর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে অন্তত ১৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের সঙ্গে বহিরাগতদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। চতুর্থ ধাপের ভোটগ্রহণ চলাকালে রবিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত সাইফুল ইসলাম নামে এক যুবক জানান, তিনি ভোট দিতে এসেছেন। কেন্দ্রে তাঁর কাছেই ককটেল বিস্ফোরণ হয়। এতে তিনি আহত হয়েছেন।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার বলেন, খবর পেয়ে কেন্দ্রে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এখন ভোটগ্রহণ স্বাভাবিক রয়েছে।