গতকাল শনিবার (১২ ফেব্রুয়ারি) লাকসাম পৌর এলাকার গাজিমুড়া দক্ষিণ পাড়া মৃত ত্বকু মিয়ার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ছাই হওয়া গোয়াল ঘর ও গরু তিনটি মৃত ত্বকু মিয়ার ছেলে দিনমজুর বাদল মিয়ার ছিল। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তের।
এলাকবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ওইদিন রাত সোয়া ৮টার দিকে লাকসাম পৌরশহরের ৭ নম্বর ওয়ার্ডের গাজিমুড়াদক্ষিণ পাড়া মৃত ত্বকু মিয়ার ছেলে দিন মজুর বাদল মিয়ার গোয়াল ঘরে আকস্মিক অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনে গোয়ালঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় এবং ঘরে থাকা তিনটি গরু পুড়ে গেছে।
আগুনের খবর পেয়ে লাকসাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নেভাতে সক্ষম হয়।