মুখোমুখি সংঘর্ষের পর একটি সিএনজিচালিত অটোরিকশা ট্রাকের নিচে চাপা পড়ে। অটোরিকশার চালক ট্রাকটির চাকার নিচে চাপা পড়ে মারা যান। নিহত আলমগীর হোসেন (২৯) উপজেলা ফতেহাবাদ ইউনিয়নের কোড়ালপাড়া গ্রামের বাসিন্দা। ঘটনাটি কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ঘটে।
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের কালিকাপুর এলাকায় শুক্রবার বিকেল ৪টায় এ ঘটনা ঘটে।
ওই চালকের মৃত্যু নিয়ে দুঃখ প্রকাশ করে আরিফুর রহমান বলেন, ‘লোকটা আমার চোখের সামনেই ছটফট করতে করতে মারা গেলেন। অনেক চেষ্টা করেও লোকটাকে ট্রাকের চাকার নিচ থেকে বের করতে পারলাম না’।
পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘শুক্রবার বিকেলে আমি টহলে বের হয়েছিলাম। কালিকাপুরে যাওয়ার পর দেখলাম- সিলেট থেকে কুমিল্লামুখী একটি ট্রাক গাছে ধাক্কা দিয়ে রাস্তার পাশে পড়ে আছে। তখন সেখানে তেমন কেউ ছিল না। পরে আমি নেমেই দৌঁড়ে গিয়ে দেখি- ট্রাকের নিচে একটা সিএনজি দুমড়ে-মুচড়ে পড়ে রয়েছে। আর সিএনজি অটোরিকশার চালক ট্রাকের পেছনের চাকার নিচে আটকে আছেন।
Leave a Reply