বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এড. রানা দাশগুপ্ত এই মন্তব্য করেছেন । অন্যদিকে শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল এই ধরনের সাম্প্রদায়িক সংঘাতে প্রতিবেশি দেশগুলোর তুলনায় বাংলাদেশের প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয় বলে দাবি করেছেন। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামে এক সৌজন্য সাক্ষাত শেষে এই মন্তব্য করেন তাঁরা।
রানা দাশগুপ্ত আরও জানান, ক্রমাগত বিভিন্ন স্থানে হামলায় প্রশাসন ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। এখন কুমিল্লার ঘটনায় অভিযুক্তকে বাঁচিয়ে দিতেই পাগল সাজানো হচ্ছে। তবে প্রশাসন ও সরকার পুরোপুরি ব্যর্থ নয় দাবি করে শিক্ষা উপমন্ত্রী একটি চক্র বাংলাদেশের অগ্রগতি রুখতে এসব কর্মকান্ড চালাচ্ছে বলে অভিযোগ করেন। ভবিষ্যতে আওয়ামীলীগ দল ও সরকার যুগপতভাবে এধরনের ঘটনা রুখে দাঁড়াবে বলেও জানান তিনি।