চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়া কুতুবদিয়ার দেড়শতাধিক জীপ পরিবহন শ্রমিকদের প্রধানমন্ত্রীর উপহারের খাদ্য সামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন। এ উপলক্ষ্যে শনিবার দুপুরে অফিসার্স ক্লাব মাঠে এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নুরের জামান চৌধুরী। কর্মহীনদের জন্য এধরনের মানবিক সহায়তা প্রশাসন অব্যাহত রাখবে বলে জানান কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নুরের জামান চৌধুরী। এছাড়াও এসময় উপস্থিত কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওমর হায়দার বলেন,”লকডাউনের শুরু থেকে যান না চালিয়ে সংক্রমণ রোধে জীপ শ্রমিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন রাখছেন।” সট-উপজেলা নির্বাহী কর্মকর্তা। সট-ওসি ওমর হায়দার স্বাস্থ্যবিধি মেনে বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে নৌবাহিনী কন্টিনজেন্ট কমান্ডার লেঃ কমাঃ এম আরাফাত বিন আনোয়ার চৌধুরী,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস, উপজেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ আইয়ুব আলী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।