তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু হয়েছে পটুয়াখালীর বাউফল উপজেলায় ভবনের ছাদে তোশক রোদে দিতে গিয়ে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার কনকদিয়া ইউনিয়নের কনকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ওই কিশোরের নাম মো. হাসান,বয়স ১৫। সে কনকদিয়া গ্রামের আবদুল আলী হাওলাদারের ছেলে। হাসান
স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, হাসান আজ সকাল আট টার দিকে তোশক রোদে শুকাতে দেওয়ার জন্য পাশের বাড়ির একটি ভবনের ছাদে ওঠে। ছাদের পাশ দিয়ে যাওয়ার সময় বিদ্যুতের তারে জড়িয়ে সে গুরুতর আহত হয়। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবদুর রউফ বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই হাসানের মৃত্যু হয়েছে।