কিং কমেডিয়ান চিকন আলীর আজ জন্মদিন। জনপ্রিয় কৌতুক অভিনেতা শামীম খান (চিকন আলী) ১৯৮৬ সালে নওগাঁ জেলার বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়নের নিরভৃত এক পল্লী খাদাইল গ্রামে জন্ম তার । গ্রামের সহজ সরল একটি ছেলে কমেডি কিং হওয়ার স্বপ্ন দেখে ছুটে চলে আসেন ঢাকায়। এসে ইত্যাদি র উপস্থাপক হানিফ সংকেতের হাতে পরলেও সেখানে সে সেভাবে গড়ে উঠতে পারে নি কিংবা কথাও কাজ করার সুযোগ পাননি। দীর্ঘ ১৩ বছর থিয়েটার করার পর চলচ্চিত্রে সুযোগ মিলে এনায়েত করিমের রঙিন চশমার মাধ্যমে। তারপর তাকে আর জীবনে পিছনে ফিরে তাকাতে হয়নি। এরপরই একের পর এক ছবিতে অভিনয় করেন তিনি ঢালিউড সুপার স্টার শাকিব খানের সাথে,অমিত হাসান,রুবেল,জায়েদ খান,বাপ্পী,সায়মন এর সাথে আরো অনেকেইর সাথে। বাংলা চলচ্চিত্রের বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত কমেডিয়ান চিকন আলী। এন প্লাস টিভিকে চিকন আলী বলেন আমার জন্মদিনে প্রতিবছর কোটি ভক্তদের ভালবাসায় আমি আনন্দে আবেগ আপ্রত হয়ে যাই। আমি বর্তমানে আজমীর মিউজিকের শুটিং এ কক্সবাজার আছি আজ সন্ধ্যায় বীচে কেক কাটে ছোট পরিসরে জন্মদিন উদযাপন করবো। বাংলা সিনেমায় ৩’শত এর অধিক সিনেমায় অভিনয় করেছেন জনপ্রিয় এই কমেডিয়ান । উল্লেখ্য চলচ্চিত্র:- তোর কারনে বেঁচে আছি,মনে প্রাণে আছ তুমি, যদি বউ সাজ গো, ভালোবাসলেই ঘর বাধাঁ যায় না, বসগিরি, শুটার, পোড়ামন ২, বর্তমান সুপার-ডুপার বিগ বাজেটের ছবিতে কাজ করছেন চিকন আলী। এন প্লাস টিভির পক্ষ থেকে জনপ্রিয় এই অভিনেতাকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন।
Leave a Reply