বুধবার (১৮ মে) সকালে চট্টগ্রামের কলসিদিঘি এলাকার ধুমপাড়া মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে চট্টগ্রামের কলসিদিঘি এলাকার ধুমপাড়া মার্কেটে কিছু বুঝে ওঠার আগেই দাউ দাউ আগুন দেখা যায়। এরপর আগুন ছড়িয়ে পড়ে পুরো মার্কেটে। এ ঘটনায় বেশির ভাগ দোকান মালিকই বের করতে পারেননি তাদের শেষ সম্বলটুকু। সব হারিয়ে কান্নায় ভেঙে পড়েন তারা। ব্যবসায়ী ইব্রাহিম এর দাদা ১০২ বছরের বৃদ্ধ হামিদ মিয়া অসুস্থতার কারনে দোকান থেকে বেড় হতে না পারায় দগ্ধ হয়ে মারা যান।
চট্টগ্রাম আগ্রাবাদস্থ ফায়ার সার্ভিস স্টেশন অফিসের সহকারী পরিচালক নিউটন দাশ জানান, খবর পেয়ে আগুন নেভাতে যোগ দেয় ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। তবে বাতাসের প্রচণ্ড গতিবেগ ও রাস্তা সরু থাকায় কাজ করতে বেগ পেতে হয়।
ভয়াবহ এ অগ্নিকাণ্ডে ২ শতাধিক দোকান পুড়ে ছাই হয়েছে ও আর্থিক ক্ষতির পরিমান অনুমানিক ২৫ কোটি টাকা বলে দাবি মালিকদের।
স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় ২ ঘন্টা পর আগুন নিভাতে সক্ষম হয়।
ঘটনাস্থল পরিদর্শনে আসেন ৩৮ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোঃ চৌধুরী । তিনি বলেন আগুনে পুড়ে সর্ব শান্ত হয়ে যাওয়া মানুষ গুলোর পাশে আমি আছি ।