গত ১২ অক্টোবর ২০২২ আনুমানিক ০০৪০ ঘটিকায় চট্টগ্রাম সদরঘাট ও কর্ণফুলী ঘাটের মাঝামাঝি স্থানে এফভি মাগফিরাত নামের ০১ টি ফিশিং ট্রলার বয়ার সাথে মুরিং এ থাকাকালীন অবস্থায় রশি পেঁচিয়ে যায় এবং পরবর্তীতে কর্ণফুলী নদীতে ডুবে যায়। বিষয়টি কোস্ট গার্ড পূর্ব জোন জানার পর বাংলাদেশ কোস্ট গার্ড ঘাঁটি চট্টগ্রাম হতে ০৫ সদস্যের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গমন করে। ঘটনাস্থল পরিদর্শন করে ডুবে যাওয়া ট্রলারটির আংশিক অংশ দেখতে পায়। পরবর্তীতে মালিকপক্ষের সাথে কথা বলে জানা যায় উক্ত ফিশিং ট্রলারে ২০ জন ক্রু এর মধ্যে ১৪ জন ক্রু সাঁতার কেটে নদীর তীরে উঠতে পারলেও ০৬ জন ক্রু নিখোঁজ রয়েছে। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের নিমিত্তে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের একটি চৌকস ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। অদ্য উদ্ধার অভিযান চলাকালীন আনুমানিক ১০৫০ ঘটিকায় নেভাল বার্থ—৬ এর কাছাকাছি একটি লাশ, ১১৩০ ঘটিকায় ড্রাই ডক এর বিপরীত দিকে একটি লাশ, ১১৫০ ঘটিকায় মেরিন একাডেমির সামনে ভাসমান অবস্থায় একটি লাশ এবং ১৪৪৫ ঘটিকায় সদরঘাট সংলগ্ন এলাকার মাঝ নদী থেকে একটি লাশ উদ্ধার করে। উদ্ধার অভিযানে নেতৃত্ব প্রদান করেন লেঃ কমান্ডার বি এম তানজিমুল ইসলাম (ট্যাজ) বিএন। পরবর্তীতে বাংলাদেশ কোস্ট গার্ড ঘাঁটি চট্টগ্রাম কতৃর্ক লাশ ০৪ টি চট্টগ্রাম নৌ পুলিশ এর নিকট হস্তান্তর করা হয়।