মঙ্গলবার সকাল থেকে সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় মহানগরীর ৪১ওয়ার্ডে
চলছে টিকাদান।
তবে প্রথম বা দ্বিতীয় ডোজের মতো টিকাদান কেন্দ্রগুলোতে ভিড় নেই। তাই
স্বস্তিতে টিকা নিয়ে ঘরে ফিরছেন মহানগরবাসী।
টিকা প্রদান কর্মকর্তারার জানান, কিছু দিন আগে সপ্তাহব্যাপী বুস্টার ডোজ
দেওয়া হয়েছে। তাই ভিড় কম। তবে দিনব্যাপী টিকা প্রদান চলবে। প্রতি ওয়ার্ডে
১ হাজার টিকা বরাদ্দ রয়েছে। প্রয়োজনে অন্য ওয়ার্ড থেকেও আনা যাবে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম
আক্তার চৌধুরী জানান, দ্বিতীয় ডোজ গ্রহণের ৪ মাস পার হলেই ১৮ বছর বা
তদূর্ধ্ব বয়সী সবাই করোনার টিকার বুস্টার ডোজ নিতে পারবেন। তবে টিকা নিতে
আসার সময় অবশ্যই টিকার কার্ড সঙ্গে আনতে হবে