ব্রাজিলে দিনকে দিন করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। দেশটিতে দিনে দুই হাজারের বেশি মানুষ মারা যাচ্ছেন। ১০ মার্চ বুধবার ব্রাজিলে করোনায় মারা গেছেন ২২৮৬ জন
জাইর বলসোনারোকে ব্রাজিলের অনেকেই অগণতান্ত্রিক, বর্ণবাদী এবং সমকামীবিদ্বেষী বলে উল্লেখ করে থাকেন। তার নেওয়া নানা পদক্ষেপ দেশের জন্য ক্ষতিকর বলেও মনে করেন অনেকে। এবার তাই রাজপথে নেমেছেন বিভিন্ন ক্লাবের ফুটবলপ্রেমীরাও। ব্রাজিলের অন্যতম জনপ্রিয় ক্লাব কোরিন্থিয়ান্সের ফ্যান রোজারিও বাসেত্তো বলছেন, মানবতার এই শত্রুর বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বুধবার দেশটিতে প্রায় ৮০ হাজার মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। দ্রুত সংক্রমণক্ষম স্ট্রেইন পি১’র জন্য এই অবস্থা বলে মনে করা হচ্ছে।