করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রতিষেধক টিকা নিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বুধবার (১০মার্চ) বিকালে তিনি টিকার প্রথম ডোজ নেন।রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এর আগে গত ৪ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়েছেন। গত ২৪ ফেব্রুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানা করোনাভাইরাসের টিকা নেন।