করোনায় কঠোর লকডাউন বাস্তবায়নে কক্সবাজারে কর্মহীন মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরন করেছেন জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ। শনিবার বিকেলে সদর উপজেলা উপজেলা পরিষদ প্রাঙ্গনে যাদের আয় নেই এরকম ২৯ ক্যাটাগরির ২ শতাধিক মানুষের মাঝে প্রধানমন্ত্রীর এই উপহার দেওয়া হয়। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদ ইকবাল,সদর উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়,পৌর আওয়ামী লীগের সভাপতি ও কন্টাক্ট ট্রেসিং টিমের সমন্বয়ক নজিবুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরে,বাস টার্মিনাল চত্বরে শতাধিক কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।