মণ মণ মরা মাছ ভেসে আসছে কক্সবাজার সমুদ্র সৈকতে। গতকাল শনিবার বিকাল থেকে সাগরের ঢেউয়ের সঙ্গে এসব মাছ ভেসে আসতে দেখা গেছে। তবে এ ব্যাপারে এখনো পর্যন্ত কারো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে গভীর সাগরে গতকালই একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। লঘুচাপটি সৃষ্টির সঙ্গে সঙ্গেই সামুদ্রিক মরা মাছ ভেসে আসার ঘটনায় স্থানীয় জনমনে উদ্বেগ দেখা দিয়েছে।
সাগর পাড়ের লোকজন জানিয়েছেন, সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে কলাতলি দরিয়ানগর পর্যন্ত বিস্তৃত সৈকত জুড়ে মাছ আর মাছ। ভেসে আসা মাছগুলোর মধ্যে বড় আকারের নেই। সবই ছোট আকারের মাছ।
প্রসঙ্গত, ২০২০ সালে একই এলাকায় ভেসে এসেছিল টন টন বর্জ্য। সেই সঙ্গে অনেক সামুদ্রিক প্রাণীও ভেসে এসেছিল।
Leave a Reply