কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও নাসির খালে ডুবে যাওয়া তিন জনকে আজ বুধবার বিকেলে উদ্ধার করা হয়েছে।
রামু ফায়ার সার্ভিস ও চট্টগ্রামের ডুবুরি দল তাদেরকে পর্যায়ক্রমে উদ্ধার করতে সক্ষম হন। উদ্ধারকৃতরা হচ্ছে ঈদগাঁও দরগাপাড়ার মুহাম্মদ শাহজাহানের ছেলে মোঃ ফারুক (২৬) ও দেলোয়ার হোসেন(১৫) এবং অন্যজন তাদের নিকট আত্মীয় মুরশেদ(১৬)। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে তারা উক্ত খালের ঈদগাঁও বাসষ্টেশন অদূরে দরগাহ পাড়া পয়েন্টে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে যায়। খবর পেয়ে কক্সবাজারের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান- ২ সোহেল জাহান চৌধুরী, ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আলম ঘটনাস্থলে উপস্থিত হন। এর আগে স্থানীয়রা নিখোঁজদের অনেক খোঁজাখুঁজি করেন। এদিকে নিহতদের পরিবারে কান্নার রুল চলছে বলে জানা গেছে। আর তিন যুবকের মৃত্যুতে পুরু এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply