কক্সবাজার শহরের বাজার ঘাটা এলাকায় নিরীহ রিক্সাচালক আব্দুশ শুক্কুরকে মারধরের ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার একদিন পর প্রহারকারী যুবক শুকুর আলমকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে তাকে আটক করা হয়। কক্সবাজার পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান জানান, রোববার দুপুরে কক্সবাজার শহরের বাজার ঘাটা এলাকায় রিক্সাচালক আব্দুস শুক্কুরকে মারধর করে যুবক শুকুর আলী। রিক্সা চালকের সাথে যুবকের ভাড়া নিয়ে সামান্য দরকষাকষির এক পর্যায়ে তাকে মারধর ও রাস্তায় টেনেহেঁছডে আহত করে। পরে একজন ফেসবুক ব্যবহারকারী রিক্সাওয়ালাকে মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়। পরে তা ভাইরাল হয়ে যায় কিছুক্ষণের মধ্যে। বিষয়টি পুলিশ সুপারের নজর এলে অভিযানে নেমে অভিযুক্ত যুবককে আটক করে। উদ্ধার করা হয় নির্যাতনের শিকার রিক্সাওয়ালা আব্দুস শুক্কুরকে।