কক্সবাজারে কয়েকদিনের অতিবৃষ্টিতে ২ লক্ষ ৯১ হাজার ১৫৩ জন মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
যেখানে জেলার ৯ উপজেলার ৬০ টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্যোগ কবলিত হয়ে মারা গেছে ৫ জন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চকরিয়া উপজেলা।
কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাস এসব তথ্য জানিয়েছেন।
এই খবর পাওয়া পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ ১ কোটি ৪ লক্ষ ৫ হাজার টাকা।
কক্সবাজারে ৫৭৬ টি আশ্রয়কেন্দ্র রয়েছে। তারমধ্যে ২০৮ টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। যেখানে ৩৩ হাজার ৭৩৭ জন মানুষ আশ্রয় নিয়েছে।
কক্সবাজারে বিভিন্ন উপজেলায় ক্ষতিগ্রস্তদের মাঝে ৫৮ মেট্রিকটন চাল এবং ৭ লক্ষ নগদ টাকা বিতরণ করা হয়েছে।