কক্সবাজারের শহরের লালদিঘির পাড়াস্থ হোটেলে অভিযান চালিয়ে সাত পতিতা ও ১৪জন খদ্দেরকে আটক করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। এসময় ইয়াবাও উদ্ধার করা হয়েছে। অভিযানে দুইটি হোটেল থেকে এসব পতিতা ও খদ্দেরদের আটক করা হয়। সোমবার সন্ধ্যায় এই অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেয়া কক্সবাজার সদর মডেল থানার ওসি (অপারেশন) সেলিম উদ্দীন জানিয়েছেন, লালদিঘির পাড়ের কয়েকটি অখ্যাত হোটেলে পতিতাবৃত্তি ও ইয়াবা আসর বসানোসহ অসামাজিক কার্যকলাপের অভিযোগ পাওয়া যায়। অভিযোগ পেয়ে খদ্দের সেজে আহসান বোডিং ও পাঁচতারা হোটেল থেকে পুলিশের সদস্যরা এসব পতিতা ও খদ্দেরদের আটক করতে সক্ষম হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে কথা জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
Leave a Reply