কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে আরও দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বিকালে উপজেলার হ্নীলা ইউনিয়নের আলী খালী এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।এ নিয়ে গত তিন দিনে নাফ নদীর তীর হতে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো উদ্ধার হলেও তাদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, টেকনাফের হ্নীলায় নাফ নদীর তীরে কেওড়া বাগানে দুটি মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজারে পাঠায়।এর আগে রোববার এক শিশুর মরদেহ, শনিবার একই নদীর তীরে আরও দুই শিশুসহ রোহিঙ্গা নারীর মরদেহ উদ্ধার করা হয়েছিল।
স্থানীয় হ্নীলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী বলেন, দীর্ঘ চার বছর ধরে নাফ নদীতে মাছ ধরা বন্ধ। অথচ রোহিঙ্গাদের নাফ নদীতে বিচরণের বিষয়টি খুবই দুঃখজনক। এ বিষয়ে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সুদৃষ্টি কামনা করেন তিনি।উখিয়ার বালুকালী রোহিঙ্গা ক্যাম্প-১১ ইনচার্জ (সহকারী সচিব) আরাফাতুল আলম বলেন, আরও দুটি মরদেহ উদ্ধারের খবর পেয়েছি। তাদের পরিচয় শনাক্তে কাজ চলছে।
Leave a Reply