কক্সবাজারের উখিয়ায় নির্মিত হচ্ছে দেশের বৃহত্তম বুদ্ধমূর্তি। যার দৈর্ঘ্য একশো তিরিশ ফুট। আর এই স্থাপনা নতুন এক পর্যটন সম্ভাবনা তৈরীতে রাখবে ভূমিকা বলে আশাবাদ স্থাপনকারিদের।
উখিয়ার পাতাবাড়ী আনন্দভবন বৌদ্ধ বিহার। এই বিহারের মাঠে নির্মিত হচ্ছে গৌতম বু্দ্ধের মহাপরিনির্বান বুদ্ধমূর্তি।
মহামতি বুদ্ধ আজ থেকে দুইহাজার পাচশো বছরেরও বেশী আগে ভারতের কুশী নগরে দেহত্যাগ করেছিলেন এই শয্যায়, সেই শয্যার নকশাতেই নির্মান করা হচ্ছে একশো ৩০ ফুট দৈর্ঘ্য আর প্রায় ৪০ ফিট উচ্চতার এই মহাপরিনির্বান মূর্তি। দেশে তো বটেই এশিয়াতেও এটি হবে অন্যতম বৃহত্তম বুদ্ধমূর্তি।
যা কে ঘিরে নতুন এক সম্ভানার কথা বলছেন স্থানীয়রা।
ভক্সপপ- হেলাল উদ্দিন
স্থানীয় জনপ্রতিনিধি
মিলন বড়ুয়া
স্থানীয় বাসিন্দা
২০১৭ সালে শুরু হয় এর নির্মান কাজ,রংসহ বাকী কাজ শেষে ২০২২ সালে উদ্বোধন করা হবে বলে জানান এ বুদ্ধমূর্তির প্রতিষ্টাতা।
সট- প্রজ্ঞাবোধি মহাথেরো
বিহারাধ্যক্ষ, আনন্দ ভবন বৌদ্ধ বিহার, উখিয়া