ওরা বাংলার শত্রু চিরকাল
যুগে যুগে বাংলার মাটি রক্তে করেছে লাল।
বায়ান্ন সালের একুশে ফ্রেব্রুয়ারী
কান্নার রোল ভাষা শহীদদের বাড়ী বাড়ী।
ওরা দখলদার বাহিনী
বারবার বাংলার মানুষকে করেছে হয়রানী।
ওরা লুণ্ঠনকারী বদমাইশ বদ
লুটেছে ওরা বাংলার সম্পদ।
রাজপথে লাল রক্তে রাঙ্গানো ফেব্রুয়ারী
সন্তানহারা মায়ের সেকি আহাজারী।
হাজার নিপিরনে গর্জে উঠে বাংলা ভাষার দাবী
মা বলেছিলো ভয় পাস না খোকা, সফল তোরা হবি।
মায়ের ভাষা কেড়ে নিতে চেয়েছিলো হায়েনা
বাংলা ছাড়া অন্য ভাষা মানি না, মানবো না।
বীরের বেশে রাজপথে সালাম রফিক বরকত
জয়ী হয়ে ফিরবে ঘড়ে করেছি তারা শপথ।
হায়েনারা তাদের তাজা রক্তে রাজপথ করলো লাল
ওরা তাই বাংলার শত্রু চিরকাল।
বাংলা যারা রচনা করেছে তারা আজ অনেক দূর
মোরা বাংলা ভাষায় কথা বলি,কতই না সুমধুর।