এমন আয়োজন বিরল,প্রথমে গেইট থেকে যতদুর চোখ যায় দেখে মনে হবে বিশাল কোন বিয়ের অনুষ্ঠান কারন সু দীর্ঘ রাস্তার দু পাশ ঝাড়বাতি মরিচাবাত্তি ও বিভিন্ন আলোকসজ্জায় সজ্জিত। শুধু রাস্তা নয় রাস্তার দু পাশে উঁচু নিচু ভবন গুলো ও আলোকসজ্জায় সজ্জিত । সামনে এগিয়ে আসলেই বিশ্বাস পাড়ার মসজিদ এর সম্মুখে বিশাল দিঘী । দিঘীর চারপাশ আজ অপরূপ সাজে সেজেছে । পাশেই যুব রেড ক্রিসেন্ট এর বুথ, সকাল থেকে সেচ্ছায় রক্তদান কর্মসূচি কার্যক্রম চলছে । দিঘীর পশ্চিম পাশে বিশাল স্টেজ ,স্টেজের সামনে নানা বয়সী রং বেরং এর নতুন কাপড়ে হাজারো দর্শনার্থী । এসো মেতে উঠি প্রানের আনন্দ উৎসবে,স্লোগানে,বিশ্বাসপাড়া মিলনমেলা ২০২২ অনুষ্ঠানটি আসলেই একটু ব্যাতিক্রম ছিলো । এলাকা ভিত্তিক অন্যসব আয়োজন থেকে অনেকটাই ভিন্ন। একটি পাড়ার সব মানুষের মধ্যে এমন মিল সত্যি বিরল । চট্টগ্রামের কর্নেল হাট উত্তর কাট্টলীর, মাদক, সন্ত্রাস, ও কিশোর গ্যাং মুক্ত, ঐতিহ্য সম্প্রতির বন্ধনে আবদ্ধ ঐতিহ্যবাহী একটি পাড়ার নাম বিশ্বাসপাড়া । এই পাড়ায় প্রায় ৫ হাজার মানুষের বসবাস , সবার সাথে সবার ভ্রাতৃত্বের বন্ধন অটুট । দীর্ঘ ৬ মাসের প্রচেষ্টায় বিশ্বাস পাড়ার মিলনমেলার এই আয়োজনের শুরুটা থেকে বলছি, সকাল ৯ টা থেকে শোভাযাত্রা শুরু নানা বয়সী, নানা দাদা, নানী দাদী, ফুফা ফুফি, বাবা মা, ভাই বোন, বন্ধু বান্ধুবী , আপন স্বজনদের এই শোভাযাত্রাটি বিশ্বাস পাড়া থেকে শুরু করে আসে পাসের বিভিন্ন পাড়ায় প্রদক্ষিণ করে দুপুর এক টায় শেষ হয়ে খাবারের বিরতি। বিরতি শেষে নারী পুরুষ বিভিন্ন বয়সীদের আনন্দমুখর ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । একদিনের এই মিলনমেলায় একে উপরের সাথে আনন্দ ভাগাভাগি করেছে, নাচ গান কবিতা আবৃতি খেলাধুলা ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে । সাথে বাড়তি আনন্দ যোগ করেছে রকমারী বাহারী নামের পিঠা ও খাবারের দোকান গুলো। আসলে এরা কেউ ই ব্যবসায়ী নয়। পাড়া প্রতিবেশীদের মাঝে বাড়তি আনন্দ যোগ করতেই খাবারের পশরা সাজিয়ে ছিলো নারীগণ । শিশুদের আনন্দ দিতে ছিলো দুইজন টেডি বিয়ার ম্যান , তাদের সাথে নাচ করেছে ছোট্ট ছোট্ট কোমলমতি শিশুরা। বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহন করা বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করেন বিশ্বাস পাড়া মিলনমেলা ২০২২ এর আয়োজক কমিটির নেতৃবৃন্দ । এত বড় এই আয়োজন এর পিছনে যারা নিরালশ পরিশ্রম করেছে যাদের প্রচেষ্টায় এই মিলনমেলা সফলতা পেয়েছে তারা হলেন,বিশ্বাসপাড়া মিলন মেলা উদযাপন কমিটির সদস্যবৃন্দ। আবু হায়দার চৌধুরী আমজাদ, দিদারুল আলম রেজবী, মঈন উদ্দিন চৌধুরী রিপন, কাজী আশরাফ, ইমতিয়াজ, ইরফান উদ্দিন ওয়াসিম, মকসুদুল করিম, মানিক, মোহাম্মদ মুরাদ, মশিউর রহমান বাবু, খোকন মিয়া, মোহাম্মদ আলী, সাইফুদ্দিন সাকি, সিরাজুল মোস্তফা আজাদ, সিরাজুল মোস্তফা আকরাম, জানে আলম, মোজাহেরুল ইসলাম, তরিকুল ইসলাম পাপ্পু । বিশ্বাসপাড়া বন্ধু মহল এর সদস্যবৃন্দ, তৌহিদুল আলম বাবু ,মোহাম্মদ নাজমুল হায়দার চৌধুরী, মোবারক ইসলাম, আবুল হোসেন। নুরুদ্দিন, শাহানেওয়াজ কবির, রিপন, সালাউদ্দিন আকবর আকাশ, রাশেদ চৌধুরী, আনিস, নাজিম,সালাউদ্দিন, দেলোয়ার, নুরুদ্দিন, মিজানুর রহমান মিজু,মোরশেদ চৌধুরী । আর একজন মহৎ মানুষের কথা না বললেই নয়, যার আমন্ত্রনে এমন একটি মিলনমেলায় আমরা সামিল হতে পেরেছি তার নাম, আনিসুর রহমান সিরাজী পারভেজ । আরো বাড়তি আনন্দ দিতে সাংস্কৃতিক সন্ধ্যায় গানে গানে মুখরিত বিশ্বাস পাড়া । আয়োজক কমিটির সদস্যগন বলেন, আমাদের বিশ্বাস পাড়ায় এত ভালো গান আবৃতি ও খেলাধুলায় পারদর্শী আছে আগে জানা ছিলো না। মিলনমেলার আয়োজন না করলে হয়তো জানাও হতো না । আনিসুর রহমান সিরাজী পারভেজ বলেন, আমাদের বিশ্বাস পাড়ার সবার সহযোগিতায় আজ সফল মিলনমেলা পরিপূর্ণতা পেলো আজ আমরা খুব আনন্দিত পরিবারের সবাই উৎসবমুখর পরিবেশে সবার সাথে মিলিত হতে পেরেছি , আমরা আসা করি দেশের প্রতিটি পাড়া মহল্লায় এমন মিলনমেলায় আয়োজন করা হোক সবার সাথে সবার ভ্রাতৃত্বের বন্ধন অটুট থাকুক, পাড়া মহল্লায় মাদক সন্ত্রাস হানাহানী দূর হোক ।