চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবারের এসএসসি পরীক্ষায় ১ হাজার ৭৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ লাখ ৬১ হাজার ১২২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। যা গত বছরের তুলনায় ১৭ হাজার ৩২ জন বেশি। সকাল ১০টা থেকে ২০৪টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রশ্ন ফাঁস ঠেকাতে ৬০টি ভিজিল্যান্স টিম কাজ করেছে। এসব টিম প্রশ্নপত্র প্যাকেট থেকে খোলার আগেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছে তা যাচাই করে। এছাড়া ১০ টি স্পেশাল টিম কেন্দ্র পরিদর্শনের কাজে নিয়োজিত ছিল। পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের দাবি প্রশ্নপত্র ফাঁস রোধ করা গেলে শিক্ষার্থীদের মেধার সঠিক মুল্যালন হবে। মোট পরীক্ষার্থীর মধ্যে চট্টগ্রাম জেলার ৭১০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১ লাখ ৯ হাজার ৯৪৭ জন, কক্সবাজার জেলার ১৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৫ হাজার ৯৩৭ জন, রাঙ্গামাটি জেলার ৮৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৯ হাজার ৩৭২ জন এবং খাগড়াছড়ি জেলায় ৮৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১০ হাজার ৬৩৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৩১ হাজার ৭৩ জন, মানবিকের ৬৫ হাজার ২৪৬ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগের ৬৪ হাজার ৮০৩ জন পরীক্ষার্থী রয়েছে।