থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন ছাত্র জীবনের প্রথম এই বড় পরীক্ষায় শিক্ষার্থী তাদের অভিভাবক নিয়ে সেন্টারে যাবে ফলে চট্টগ্রাম মহানগর এলাকা যানজট সৃষ্টি হবে,পরীক্ষার্থী ও সাধারণ শিক্ষার্থীদের জন্য দুর্ভোগ এ পড়বে ,গুরুত্বপূর্ণ সড়ক গুলো চিহ্নিত করে অধিক সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত রেখে রাস্তায় স্বাভাবিক রাখার জন্য আহ্বান জানান ছাত্রলীগ নেতারা এই সময় উপস্থিত ছিলেন, কোতোয়ালী থানা ছাত্রলীগের সভাপতি মোঃ জুনায়েদ সহ সভাপতি-আনোয়ার ইসলাম জুয়েল, শেখ শফিউল আজম মুন্না সহ কতোয়ালি থানা ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।