চট্টগ্রামে নারী হোস্টেল থেকে সোনিয়া দাশ ১৮ নামে এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার ১৬ জুলাই ভোর ৫টার দিকে পাঁচলাইশ থানার প্রবর্তক সংঘ নামে একটি আবাসিক হোস্টেলের পঞ্চম তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সোনিয়া সাতকানিয়া উপজেলার আমিলাইষ ইউনিয়নের লালু দাশের মেয়ে। তিনি নগরের একটি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুল কবির বলেন, ‘ভোরে একটি নারী হোস্টেল থেকে এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।’
Leave a Reply