আবারো বসতে যাচ্ছে জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস এর আসর। তবে এবার একসঙ্গে দেখা যাবে না সিডনাজকে। সিদ্ধার্থ শুল্কাকে ছাড়াই এবার বিগ বসে আসতে হচ্ছে শেহনাজ গিলকে। ‘বিগ বস ১৫’-এ ওয়াইল্ড কার্ড এন্ট্রি এবং বিশেষ অতিথিদের মধ্যে শেহনাজ গিলের আসার সম্ভাবনা রয়েছে।
‘বিগ বস ১৩’-এর পর থেকে সিডনাজের প্রেমের রসায়ন মানুষের হৃদয় ছুয়ে গিয়েছিলো। তারপর সিদ্ধার্থ শুল্কার আকস্মিক মৃত্যুতে যেনো সবকিছু তছনছ হয়ে যায়। পুরোপুরি ভেঙে পড়েন শেহনাজ। এজন্য শেহনাজের পুনরায় বিগ বসে আসা নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছে ভক্তরা।
সম্প্রতি শেহনাজের ভাই শেহবাজ বাদেশা তার সঙ্গে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। সেখানে শেহনাজকে তার হাত ধরে থাকতে দেখা যায়। ছবিটি দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন ভক্তরা।
Leave a Reply