এবার ট্রোলিংয়ের শিকার হলেন আলিয়া ভাট। আদিত্য শীল এবং অনুষ্কা রাজনের বিয়ের সংগীত অনুষ্ঠানে যে পোশাক পরে আলিয়া গিয়েছিলেন, তা নিয়েই ট্রোল করেছেন এক বড় অংশের দর্শক।
এই অনুষ্ঠানে লেহেঙ্গা চোলিতে নিজেকে সাজিয়েছিলেন আলিয়া। খোলা চুল। বড় দুল এবং টিপের সাজে একেবারে ট্র্যাডিশনাল লুক ছিল। কিন্তু লেহেঙ্গার আপার আউটফিট নিয়েই ট্রোল করা হলো তাঁকে। ব্লাউজের নেকলাইন ডিজাইন দেখে অনেকে বলছেন, তাড়াতাড়িতে উল্টো ব্লাউজ পরে চলে গিয়েছিলেন আলিয়া! যদিও এসবের কোনো উত্তর দেননি অভিনেত্রী।