একজন আরেকজনকে এড়িয়ে যেতে পারলেই যেন ভালো হয়। বিচ্ছেদের সঙ্গে এভাবে হারিয়ে গিয়েছেন সামান্থা প্রভু এবং নাগা চৈতন্যের সম্পর্কের মিষ্টতা। একে অপরকে মুখ দেখাতে চান না এই দম্পতি।
হায়দরাবাদ রামানাইডু স্টুডিওর পরিবেশ আপাতত থমথমে। কারণ একই জায়গায় শুট করছেন নাগা এবং সামান্থা। দুজনই চাইছেন শুটিং ফ্লোরে একবারও যাতে তাদের দেখা না হয়। দুই তারকাই সে বিষয়ে তাদের সহকারীদের নজর রাখতে বলেছেন।
নতুন ছবি ‘যশোদা’র জন্য শুট করছেন সামান্থা। নাগা শুট করছেন ‘বঙ্গরজু’ ছবির জন্য।