দুপুরে বন্দরের ভেতরে কন্টেইটারটি খুলে মদের অস্থিত্ব
পান কাস্টমস কর্মকর্তারা। গার্মেন্টস পণ্য ঘোষণা দিয়ে রাজধানীর উত্তরার ডং
জিন ইন্ডাসট্রিয়াল বিডি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান চীন থেকে কন্টেইনারটি
নিয়ে আসে। এটি খালাসের দায়িত্বে ছিল সিএন্ডএফ এজেন্ট ডবলমুরিংয়ের ৬৯৯ কেবি
জানান কাস্টমস কর্মকর্তারা। এর আগে শনিবার বন্দর থেকে মিথ্যা ঘোষণা দিয়ে বের
হয়ে যাওয়া মদের দুটি বড় চালান নারায়ণগঞ্জ থেকে জব্দ করা হয়। আইপি জালিয়াতি
করে কুমিল্লা ও ঈশ্বরদী ইপিজেডের দুটি প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে মেশিনারি ও
ববিন ঘোষণায় চালান দুটি খালাস করা হয়। ২টি কন্টেইনারে প্রায় ২৫ কোটি টাকার
রাজস্ব ফাকির চেষ্টা চালায় তারা।