গত ০২-ডিসেম্বর-২০২২ তারিখ বিকাল আনুমানিক ০৪ঃ০০ ঘটিকার সময় খুলনা রুপসা ট্রাফিক চত্বর থেকে মোঃ আলমাসুদ রুবেল নামের একটি বুদ্ধি প্রতিবন্ধী ছেলে হারিয়ে গেছে।
তার গায়ের রং শ্যামলা উচ্চতা আনুমানিক ০৫ ফিট ০৬ ইঞ্চি তার পিতার নাম মোঃ গোলাম রসুল স্থায়ী ঠিকানা খুলনা টুটপাড়া মেইন রোড সংলগ্ন হাজিবাড়ি গলি। ছেলেটি হারিয়ে যাওয়ার সময় তার গায়ে মেজেন্ডা কালার একটি ফুলহাতা গেঞ্জি এবং পরনে একটি নেভি কালার ট্রাউজার ছিল। ছেলেটির মুখ-মন্ডলে রয়েছে কালো চাপদাড়ি।
ছেলেটির কপালের একপাশে ভূরুর একটু উপরে একটি টিউমারের চিহ্ন রয়েছে। যদি কোন সহৃদয়বান ব্যক্তি উপরোক্ত বর্ণনা কৃত ছেলেটির সন্ধান পেয়ে থাকেন। তাহলে নিম্নে প্রদত্ত নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল।
01822222431 02721618403 01813737451
Leave a Reply