উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামে উদযাপিত হচ্ছে বসন্ত উৎসব। নাচ গান, আবৃত্তি-সহ নানা আয়োজনের মধ্য দিয়ে নগরজুড়ে চলছে ঋতুরাজ বসন্তকে বরণের অনুষ্ঠান ।
পহেলা ফালগুনের প্রথম প্রহরে- নিবিড় অন্তরতর বসন্ত এলো প্রাণে শিরোনামে নগরির পাহাড়তলী আমবাগান এলাকায় শেখ রাসেল পার্কে ঋতুরাজ বসন্তকে বরণ করতে নানান আয়োজন করে বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম। সকাল ৮ টা থেকে শুরু হওয়া এই বসগন্ত উৎসব চলে দুপুর ১২ টা পর্যন্ত। এতে একক ও দলীয় আবৃত্তির পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনসমূহের শিল্পীদের পরিবেশনায় একক ও দলীয় সংগীত এবং নৃত্য পরিবেশন করা হয়। যাতে ভোরের আলো ফুটতেই সবুজ, লাল, হলুদ বর্ণিল রঙে নিজেদের রাঙিয়ে বসন্ত বরণের উৎসবে মাতে নানা বয়সীরা। এছাড়া নগরির প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে বিকেল থেকে বসন্ত উদযাপনের আয়োজন করেছে প্রমা আবৃত্তি সংগঠন।