চট্টগ্রামের ঐতিহ্যবাহী ও স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজে উদ্বোধন করা হয়েছে নবনির্মিত মির্জা মেহদি ইস্পাহানি ভবন। আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই একাডেমিক ভবনের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ও ইস্পাহানি শিল্পগোষ্ঠীর চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানি। এছাড়াও ছাত্র-শিক্ষক কেন্দ্র উদ্বোধন করেন পরিকল্পনা ও নকশাবিদ এবং চট্টগ্রাম গ্রামার স্কুলের পরিচালক শেরীন ইস্পাহানি। এসময় মির্জা সালমান ইস্পাহানি দেশের প্রতিভাবান শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, শিক্ষা ও গবেষণার প্রসার, শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় অবকাঠামো ও বিজ্ঞানাগারের মূল্যবান সামগ্রী অনুদানের মাধ্যমে দেশের ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত সুনাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে ইস্পাহানি গ্রুপের সহযোগিতার ধারা অব্যাহত রাখার প্রতিশ্রুতি প্রদান করেন। এসময় অনুষ্ঠানে ইস্পাহানি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মির্জা শাকির ইস্পাহানি, পি এইচ পি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মিজানুর রহমান, কনফিডেন্স সিমেন্ট লিমিটেড-এর ভাইস চেয়ারম্যান রূপম কিশোর বড়ুয়া, ওমর গণি এমইএস কলেজের অধ্যক্ষ এ এন এম সরওয়ার আলম, বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম সিদ্দিকী, ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও সদস্য সচিব লেঃ কর্নেল মোহাম্মদ মইনুল ইসলাম চৌধুরী (অব:)সহ প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, ইস্পাহানি শিল্পগোষ্ঠী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের প্রধান শিক্ষকবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।