গত ৪ নভেম্বর চট্টগ্রামস্থ আগ্রাবাদ হোটেল ইছামতি হল মিলনায়তনে ফ্যাক্ড ক্যাব চট্টগ্রাম জেলার সভাপতি শিক্ষানুরাগী লায়ন মোঃ মুজিবুর রহমানের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ঢাকা ব্যাংক লিঃ সাথে এক চুক্তি সাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংক লিঃ ইভিপি ও রিটেইল বিজনেস বিভাগের প্রধান এইচ এম মোস্তাফিজুর রহমান।এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের আরএমও,ও ইভিপি নুরুল আরশাদ চৌধুরী। অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন জাহেদ ইকবাল, ইভিপি ও আগ্রাবাদ শাখার ব্যবস্থাপক, জনাব হাসান মাহমুদ, এসভিপি ও খাতুনগঞ্জ শাখার ব্যবস্থাপক,মোহাম্মদ বদরুল আলম শারিয়ার,এসভিপি ও জুবিলি রোড শাখার ব্যবস্থাপক,মোহাম্মদ সিরাজুল ইসলাম,এসভিপি নিউ মার্কেট শাখার ব্যবস্থাপক,মোঃ সাইফুর রহমান এভিপি,চকবাজার শাখার ব্যবস্থাপক মোঃ নুর হোসেন ও ফ্যাক্ড ক্যাব কেন্দ্রীয় মহাসচিব গাজী তারেক ইবনা মোহাম্মদ,চট্টগ্রাম শাখার সাধারন সম্পাদক একেএম নুরুল বশর ভুঁইয়া ও “এন প্লাস টিভি ” সম্পাদক লেখক মোঃ কামরুল ইসলাম। বক্তব্য রাখেন মোহাম্মদ জামাল উদ্দিন,নাফিজা ইসলাম।এতে চট্টগ্রাম ফ্যাক্ড ক্যাবের ৪০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন তম্মধ্যে শাহ আলম টিপু,মোঃ আরিফ হোসেন,ফয়সাল মোঃ রানা,মোঃ কামরুল ইসলাম টিটো,আমিনুল হক রিপন,শাহনে ওয়াজ সুমন,জাহিদ হোসেন,আলমগীর হোসেন,অধ্যাপক সামশাদ সাত্তার,নূরুল হুদা সহ প্রমুখ।