কক্সবাজারের উখিয়া সীমান্ত থেকে একে-২০২ রাইফেলসহ তিনটি অস্ত্র ও চার লাখ ১০ হাজার ইয়াবাসহ ৫ জনকে আটক করেছে র্যাব।
শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে এসব তথ্য জানান কক্সবাজার র্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্ণেল খায়রুল ইসলাম সরকার।
আটকরা হলেন-আব্দুল্লাহ রাজ্জাক, ইলিয়াছ, সাহেদ, মোহাম্মড় আয়াজ ও সাইফুল ইসলাম।
র্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্ণেল খায়রুল ইসলাম সরকার জানান, ২৬ আগস্ট রাত আটটার দিকে উখিয়ার জামতলী এলাকা থেকে ইলিয়াছকে এক লাখ ইয়াবাসহ আটক করা হয়। রাত একটার দিকে তার দেয়া তথ্যের ভিত্তিতে বালুখালীর কাকরা ব্রীজ এলাকা থেকে তিন লাখ ১০ ইয়াবা, একটি বিদেশী পিস্তল, একে-২০২ রাইফেল, এসবিবিল ও ১৭ রাউন্ড গুলিসহ বাকি চারজনকে আটক করা হয়।
তিনি আরও জানান, চক্রটি মানুষকে জিম্মি রেখে ইয়াবা লেনদেন করে থাকে। তাদের হাতে একে-২০২ রাইফেল থাকা অত্যন্ত ঝুকিপুর্ণ। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধী।