কক্সবাজার টেকনাফ মহাসড়কের উখিয়ার হিজলিয়া নামক এলাকায় ট্রাক অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন ৪ জন। এতে আহত হয়েছে ১জন।
২৭ ( আগষ্ট) শনিবার সকাল ৯ টার দিকে উখিয়ার হিজলিয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের উত্তর বড়বিল এলাকার জয়নাল উদ্দিনের স্ত্রী সলিমা খাতুন (৪৫), একই এলাকার অটোরিকশা চালক গুরামিয়ার ছেলে আনোয়ারুল ইসলাম ও রামু উপজেলার মেরুল্লা এলাকার মৃত মনিদ্র ধরের ছেলে বিধুধর (৫২) নিহত ১ জনের পরিচয় এখনো পাওয়া যায়নি।
আহত হলেন রামু গর্জনিয়া এলাকার নুরুল আলমের ছেলে হাবিবুল্লাহ ( ৩০)
বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।