ঈদ মৌসুমকে সামনে রেখে কক্সবাজার জেলায় জাল নোট ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে কাজ শুরু করছিলো একটি চক্র।
যারা বিশেষ করে কক্সবাজারের প্রতিটি শপিং সেন্টারে জাল নোট বিলিয়ে দেওয়ার লক্ষ নিয়ে কাজ শুরু করে।
বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে গুলদি স্টেশন এলাকায় অভিযান চালিয়ে এই জালনোট চক্রের মুলহোতা শফিকে গ্রেফতার করে পেকুয়া থানা পুলিশ।
এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ৮০ হাজার টাকার জাল নোট।
পেকুয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ আলী জানিয়েছেন, ঈদ মৌসুম ঘিরেই সাধারণ মানুষকে প্রতারণার মধ্য দিয়ে জাল নোট ছড়ানোর উদ্দেশ্যে নিয়ে চক্রটি সক্রিয় হয়ে উঠেছিলো। পরে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত জাল নোট ব্যবসায়ী মোঃ শফীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।