ঈদের ছুটি শুরু না হলেও অনেকেই অগ্রিম ছুটি নিয়ে শুরু করেছেন ঈদযাত্রা। আবার কেউ
কেউ ঝক্কি এড়াতে আগেভাগেই গ্রামের বাড়ি পাঠিয়ে দিচ্ছেন পরিবারকে।
সকাল ৭টায় ঢাকাগামী আন্তঃনগর ট্রেন সুবর্ণ এক্সপ্রেস চট্টগ্রাম রেলওয়ে স্টেশন
ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে এবার চট্টগ্রাম থেকে রেলপথে ঈদযাত্রা শুরু হয়। এরপর একে
একে বিজয় এক্সপ্রেস, পাহাড়িকা এক্সপ্রেস, মহানগর এক্সপ্রেস, সোনার বাংলাসহ
১০টি আন্তঃনগর এবং ৪টি মেইল ট্রেন ছেড়ে যায়। এরমধ্যে বিজয় এক্সপ্রেস ছাড়া
প্রতিটি ট্রেন নির্দিষ্ট সময়েই চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ছেড়ে গেছে।তবে ময়মনসিংহ
থেকে ফিরতি ট্রেন আসতে দেরি হওয়ায় বিজয় এক্সপ্রেস সকাল ৯টার পরিবর্তে
সকালে সোয়া ৯টায় ছেড়ে গেছে । অন্যদিকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির শেষদিন
হওয়ায় কিনতে লম্বা লাইন ছিলো চট্টগ্রাম রেল স্টেশনে। সকাল ৮টায় টিকিট বিক্রি
শুরুর পরপরেই শেষ হয়ে যায় অধিকাংশ ট্রেনের টিকিট।
Leave a Reply