পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে তিন হাজার দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করেছে চট্টগ্রামের জেলা প্রশাসক মমিনুর রহমান।
সকালে নগরীর এমএ আজিজ স্টেডিয়ামে সামাজিক দুরত্ব মেনে এই উপহার সামগ্রী বিতরণ করেন তিনি। স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজের গণ্যমান্য মানুষের মাধ্যমে প্রকৃত দুস্থ মানুষদের বাছায় করে জেলা প্রশাসন। পরে টোকেন বিতরণের মাধ্যমে উপহার সামগ্রী দেয়া হয় তাদের। এসময় জেলা প্রশাসক বলেন, করোনার কারণে অনেক দরিদ্র মানুষ কষ্টে আছেন। কিন্তু ঈদের মধ্যে তারা অর্থকষ্টে না ভোগেন সে লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে জেলা প্রশাসনের ইফতারের টাকা বাচিয়ে দুস্থ পরিবারের মাঝে এই উপহার সামগ্রী বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। এসময় জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ছাড়া্ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।