প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের নব গঠিত ঈদগাঁও উপজেলার নিম্নাঞ্চলের বিভিন্ন প্লাবিত এলাকা পরিদর্শন করেছেন কক্সবাজার-৩(সদর-রামু-ঈদগাঁও)আসনের জাতীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।
মঙ্গলবার (২৭ জুলাই) বিকালে তিনি ঈদগাঁও উপজেলার প্লাবিত নিম্নাঞ্চল পরিদর্শন করেন।
পরিদর্শনকালে সাইমুম সরওয়ার কমল এমপি জানান, মাত্র দু’দিনের বর্ষণে নবগঠিত ঈদগাঁও উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার খবর পেয়ে আমরা ছুটে এসেছি।
এখানে বিভিন্ন এলাকায় নদী ভাঙ্গন দেখা দিয়েছে। এ ভাঙ্গন অব্যাহত থাকলে এ এলাকার দশ হাজারের অধিক মানুষ ক্ষতিগ্রস্থ হবে। কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাসহ আমরা ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছি।
বেড়িবাঁধ মেরামত ও নদী ভাঙ্গন রোধ করতে পানি উন্নয়ন বোর্ডসহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কাছে জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়ার আহবান জানান তিনি।
এসময় বাংলাদেশ আওয়ামী লীগ সদর উপজেলার সভাপতি আবু তালেব, পোকখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমদ, কক্সবাজার জেলা যুবলীগ নেতা হুমায়ুন কবির চৌধুরী হিমু, জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি, এডিশনাল পিপি এডভোকেট একরামুল হুদা, ঈদগাঁও উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় মুরুব্বি, ছাত্র ও যুবসমাজ উপস্থিত ছিলেন।