চট্টগ্রামের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ই.পি.জেট কর্ণফুলী মডেল স্কুল( ক্যাম্পাস ১,২,৩ ) এর বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান,২৫শে মার্চ রোজ শুক্রবার মুনির নগর হাউজিং নিজস্ব স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জনাবা আফরোজা কালাম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র, কাউন্সিলর, সংরক্ষিত আসন নং -১২( ২৭,৩৭,৩৮) চট্টগ্রাম সিটি কর্পোরেশন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জনাব এম.হাসান মুরাদ, সভাপতি, চট্টগ্রাম মহানগর ৩৮ নং ওয়ার্ড আওয়ামীলীগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জনাব অধ্যক্ষ নজরুল ইসলাম খান ,মহাসচিব,কিন্ডারগার্ডেন এডুকেশন এসাসিয়শন (কেয়া) । জনাব এস এম দিদারুল আলম.সভাপতি, আদর্শ শিক্ষক ফোরাম। জনাব সফি আলম বাদশা,সভাপতি,বাকের আলী ফকিরের টেক দোকান মালিক সমিতি । জনাব মোঃ আব্দুল কুদ্দুস,সহসভাপতি,মুনির নগর হাউজিং। সভাপতিত্ব করেন জনাব মোঃ এনায়েত হোসেন, প্রতিষ্ঠাতা ও পরিচালক, ই.পি.জেট কর্ণফুলী মডেল স্কুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন, জনাব সাইফুল ইসলাম, পরিচালক,ই.পি.জেট কর্ণফুলী মডেল স্কুল। কোমলমতি শিক্ষার্থীদের নৃত্য,গান, আবৃতি,খেলাধুলার আয়োজন ছিলো সকাল থেকে । বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।