ইয়াবার চালান নিয়ে ধরা পড়েছেন কক্সবাজারের এক নারী। এসময় তার কাছ থেকে ১ হাজার ২০০ পিস ইয়াবা জব্দ করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।
চাঁদপুর সদর মডেল থানার ওসি আব্দুর রশিদ জানান, বৃহস্পতিবার গভীর রাতে শহরের উত্তর শ্রীরামদী এলাকায় একদল পুলিশ নিয়ে টহল দিচ্ছিলেন উপপরিদর্শক ইকবাল হোসেন।এসময় পাশের সিএনজি অটোরিকশার স্ট্যান্ডের পাশে এক নারী। তার রহস্যজনক ঘোরাঘুরি। এতে সন্দেহ হয় পুলিশের। এক পর্যায়ে জিজ্ঞাসাবাদে জানায়, কক্সবাজারে তার বাড়ি। তবে এখানে কেন? তা জানাতে পারেননি তিনি।
এমন পরিস্থিতিতে ওই নারীর আচরণ আরো রহস্যজনক হয়ে উঠে। ফলে পুলিশ বাধ্য হয়, তাকে থানায় নিয়ে যায়। পরে একজন নারী কনস্টেবল দিয়ে ওই নারীর দেহ তল্লাশি করা হয়। এ সময় ১ হাজার ২০০ পিস ইয়াবার সন্ধান মেলে।