শনিবার
সকালে চট্টগ্রাম মহানগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ইঞ্জিনিয়ার্স ডে উপলক্ষে
আয়োজিত সংবাদ সম্মেলনে প্রকেৌশলীরা জেলা প্রশাসকদের শতভাগ প্রকল্পে
পরিবীক্ষণ ও মূল্যায়নের দায়িত্ব প্রদান সম্পর্কিত জনপ্রশাসন মন্ত্রনালয়ের
জারীকৃত আদেশ বাতিলের দাবী জানান। অন্যথায় দেশের সব প্রকেৌশলীদের নিয়ে
বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দেন। এছাড়া সংবাদ সম্মেলনে প্রকেৌশল সংস্থা
সমূহের শীর্ষ পদগুলোতে প্রকেৌশলী পদায়ন, বেসরকারী প্রকেৌশলীদের চাকুরীবিধি
প্রণয়ন, জনপ্রশাসন মন্ত্রনালয়ের অধীনে প্রকেৌশল বিভাগ সৃষ্টির দাবী জানানো
হয়। সংবাদ সম্মেলনে, আইইবি চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকেৌশলী প্রবীর
কুমার সেন, সম্পাদক প্রকেৌশলী এস এম শহীদুল আলমসহ প্রকেৌশলীরা উপস্থিত
ছিলেন।