পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন কক্সবাজার এবং কুয়াকাটা সমুদ্র সৈকত হবে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র।
নেদারল্যান্ডসহ ইউরোপের দেশ গুলোতে মানসম্পন্ন যে বীচ গুলো আছে সেগুলোর মতো বাংলাদেশেও প্রকল্প বাস্তবায়ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
শুক্রবার বিকেল ৫টায় কক্সবাজার কবিতাচত্বর সমুদ্র সৈকতের ভাঙন কবলিত এলাকা ও বেড়িবাঁধ পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
এসময় প্রতিমন্ত্রী আরো বলেন, এই প্রকল্প সমুদ্রের ভাঙন থেকে রক্ষা করবে পাশাপাশি বাঁধের বাইরে একটি এক্সক্লুসিভ জোন রাখা হবে শুধু মাত্র বিদেশিদের জন্য।
কবিতাচত্বর সৈকতের ভাঙন কবলিত এলাকা ও বেড়িবাঁধ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল। এসময় তিনি বলেন কক্সবাজার সমুদ্র সৈকত কে আন্তর্জাতিক মানের করার জন্য প্রকল্পটি যেভাবে ডিজাইন করা হয়েছে এটি খুবই নান্দনিক হবে।
এর আগে কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের
অফিসে নবনির্মিত বঙ্গবন্ধু ভাস্কর্যের উদ্বোধন
করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, এম.পি। পাউবো কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী সহ পদস্থ কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
মোহাম্মদ মোরশেদ, টিটিএন,কক্সবাজার।