ইউপি নির্বাচনে পরাজিত হয়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়ী
মেম্বারের প্রবাসী ভাইকে হত্যা মামলার অন্যতম প্রধান আসামী সাগরকে আটক
করেছে র্যাব।
গত ২ ফেব্রুয়ারি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের ৩নং ওয়ার্ড
বগাবিলি বগাবিলি ইউনিয়নে মেম্বার প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করেন তৈয়ব
মেম্বার ও আজগর আলী। নির্বাচনে আজগর আলী শোচনীয়ভাবে পরাজিত হন। এই
পরাজয়ের কারণেই আজগর আলীর মনে ক্ষোভের সৃষ্টি হয় এই ক্ষোভ থেকেই আজগর
আলী তৈয়ব মেম্বারের উপর বেশ কয়েকবার হামলা করেন এবং সর্বশেষ তৈয়ব
মেম্বারের প্রবাসী ভাই ইউসুফের উপর হামলা করে ইউসুফ আলী’র হাত, পা, মাথাসহ
শরীরের বিভিন্ন স্থানে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।
পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় ১২ ফেব্রুয়ারি মারা যান ইউসুফ।
ঘটনার পর থেকে জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে ব্যাপক গোয়েন্দা নজরদারী ও
ছায়াতদন্ত শুরু করে। নজরদারীর এক পর্যায়ে র্যাব-৭, চট্টগ্রাম জানতে পারে এই
মামলার অন্যতম প্রধান পলাতক আসামী মোঃ সাগর চট্টগ্রাম মহানগরীর
মাইলেরমাথা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে
সাগরকে গ্রেফতার করে র্যাব।