চট্টগ্রামের সাতকানিয়ায় সপ্তম ধাপে অনুষ্ঠিত হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে খাগরিয়ায় রণক্ষেত্র তৈরী করে সাধারণ মানুষের উপর গুলি বর্ষণকারী, অস্ত্রবাজদের নেতা আকতার হোসেন ও তার সহযোগীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্হানীয়রা। সকালে উপজেলার ভোর বাজারে খাগরিয়া তৃণমূল আওয়ামীলীগের ব্যানারে উক্ত মানববন্ধনের আয়োজন করা হয়।
সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, খাগরিয়াবাসী অস্ত্রবাজ আকতার হোসেন ও তার অনুসারীদের হাতে জিম্মি হয়ে আছে।প্রতিনিয়ত আমাদের পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। আমরা আমাদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছি। এ জনপদের মানুষকে বাঁচাতে হলে প্রশাসনকে কার্যকারী ভূমিকা পালনের দাবী তুলেন বক্তারা।
মানববন্ধনে মোর্তজা বেগম, মোর্শেদা বেগম, মিনু আক্তারসহ আরও অনেকে বক্তব্য রাখেন।