“রক্ষক যখন ভক্ষকের ভূমিকায় থাকে, তখন হতাশা ছাড়া কিছুই থাকে না” শিরোনামে ইউটিউব চ্যানেল ADTV তে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট,ভিত্তিহীন সম্পূর্ণ কাল্পনিক ষড়যন্ত্রমূলক বলে দাবি করে এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম ইপিজেডস্থ ট্রাফিক বক্সের পরিদর্শক মোঃ কামরুজ্জামান রাজ।
তিনি প্রতিবাদলিপিতে উল্লেখ করেন- তিনি ইপিজেড থানাধীন এলাকায় যোগদানের পর থেকে ADTV তে প্রকাশিত এমন কোন ঘটনাই ইপিজেডে ঘটেনি। তার ছবি ব্যবহার করে মিথ্যা, ভিত্তিহীন বানোয়াট কল্পনাপ্রসূত, মনগড়া নিউজ প্রকাশ করায় পেশাগত এবং সামজিকভাবে তার সম্মানহানি করা হয়েছে বলে তিনি দাবি করেন।
রাজ তার প্রতিবাদপত্রে ADTV তে প্রতিবাদপত্র প্রাপ্তির ২৪ ঘন্টার মধ্যে মিথ্যাতথ্য এবং ভিন্ন ছবি জুড়ে দিয়ে প্রচারিত, প্রকাশিত নিউজটি ফিড থেকে সরিয়ে নিয়ে গুরুত্বসহকারে প্রতিবাদ পত্রটি ADTV তে প্রকাশ করার জন্য অনুরোধ জানিয়েছেন। অন্যথায় যথাযথ আইনী ব্যবস্হা গ্রহন করতে বাধ্য হবেন।