ইঁদুর মারার বিষ খেয়ে মজিবর রহমান (৪০) নামের এক ব্যাক্তির্ আত্মহত্যার খবর পাওয়া গেছে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে। এলাকাবাসী জানিয়েছে, ওই গ্রামের দীন উদ্দিনের পুত্র মজিবর রহমান। তিন সন্তান ও স্ত্রীকে নিয়ে তার সংসার।
বে আর্থিক কারণে বেশি কিছুদিন ধরে টানাপোড়ন চলে আসছিল। এর জের ধরে ২২ ফেব্রুয়ারি মঙ্গলবার চরভুরুঙ্গামারীর নতুন হাট বাজার থেকে ইঁদুর মারা বিষ কিনে পান করেন মজিবর রহমান। পরে লোকজন তাকে দুপুরে ভুরুঙ্গামারী উপজেলা সদর হাসপাতালে ভর্তির পর চিকিৎসা চলাকালীন রাত আনুমানিক ৮টার সময় মৃত্যুবরণ করেন।
এ বিষয়ে ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন বলেন,থানায় একটি ইউডি মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন আপত্তি না থাকায় লাশ দাফনের অনুমতি প্রদান করা হয়েছে।