আলোচিত মেজর অবসরপ্রাপ্ত সিনহা হত্যা মামলায় সপ্তম দফার ২য় দিনের সাক্ষ্য গ্রহণ কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার ৭ম দফার দ্বীতিয় দিনে ২ জন স্বাক্ষীকে আদালতে হাজির করা হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। তারা হলেন তদন্তকারী কর্মকর্তা এএসপি জামিলুল হক ও তদন্ত কারী কর্মকর্তা সিনিয়র এএসপি মোঃ খায়রুল ইসলাম।
এর আগে সাক্ষ্য গ্রহণ উপলক্ষে সকাল সাড়ে নয়টায় টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশ, লিয়াকত আলী সহ ১৫ আসামীকে আদালতে হাজির করা হয়। এসময় আদালত প্রাঙ্গনে কড়া নিরাপত্তা জোরদার করা হয়।
সপ্তম দফার সাক্ষ্য গ্রহণের ১ম দিনে ৫ জনের জেরা শেষ হয় এবং একজনের জেরা অসমাপ্ত রয়েছে।
মামলায় এ পর্যন্ত ৬৫ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। মোট স্বাক্ষী রয়েছে ৮৩ জন। বর্তমানে মামলায় ১৫ আসামীই কারাগারে আছেন।