চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩১তম ব্যাচের গণিত বিভাগের ছাত্র আমিনুল হক বকুল হত্যার ২৫ বছরেও বিচার না হওয়া রাষ্ট্রের জন্য লজ্জার বিষয় বলে মন্তব্য করেছেন সাবেক ছাত্রনেতারা । বকুলের ২৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সকালে শহীদ বকুল স্মৃতি সংসদের উদ্যোগে স্মরণ সভায় তার সহপাঠি ও সাবেক ছাত্রনেতারা ক্ষোভ জানান। এ সময় তারা বলেন, বকুলের সাম্প্রদায়িকতাবিরোধী আন্দোলন রুখে দিতে ঘুমন্ত অবস্থায় তাঁকে নৃশংসভাবে হত্যা করে জামায়াত-শিবিরের খুনিরা। দীর্ঘ সময় পার হলেও এমন নির্মম, পৈশাচিক ও আলোচিত হত্যাকাণ্ডের বিচার না হওয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন, রাষ্ট্রীয় প্রশাসন তথা পুরো সমাজের জন্য লজ্জার। সভায় শহীদ বকুল স্মৃতি সংসদের সভাপতি মোহাম্মদ ইউসুফ সহ তার সহপাঠী ও বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা বক্তব্য রাখেন