নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, আমাকে হত্যা করে ষড়যন্ত্রকারীরা এখানে এমপি একরাম-নিজাম হাজারীর রাজত্ব কায়েমের কাজ করছে। চ্যালেঞ্জ দিয়ে বলবো, আমার মতো আর কেউ দলের (আওয়ামী লীগ) জন্য এতো ত্যাগ স্বীকার করেনি।
সোমবার (১৯ এপ্রিল) দুপুর ২টায় তার অনুসারী স্বপন মাহমুদের ফেসবুক থেকে লাইভে এসে এসব কথা বলেন তিনি।
কাদের মির্জা বলেন, এখন দল যারা করছে, বড় লোক আরও বড় লোক হচ্ছে। আর গরিবরা আরও গরিব হচ্ছে। সাংবাদিকদের মুখও এখন বন্ধ। সত্য লিখতে পারে না। কেউ অর্থের কাছে কাবু হয়ে যায়। আবার কেউ কেউ ওপরের চাপের কারণে সত্য প্রকাশ করছে না।
বসুরহাট পৌরসভার মেয়র বলেন, পৌরসভা থেকে ৬০টি অটোরিকশার লাইসেন্স নিয়ে প্রতিটি ৫ হাজার টাকা করে চাঁদা আদায় করেছেন তিনি। এছাড়াও অনেককে সরকারি ঘর দেবে বলে ৫০ হাজার টাকা করে, সালিশ বাণিজ্যের নামে লাখ লাখ টাকা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, ভিজিএফ ও ভিজিডি কার্ড করে দেয়ার নামে অনেক মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে দুর্নীতিবাজ নুরনবী চৌধুরী। এ জন্যই ক্ষুব্ধ হয়ে তার ওপর ভুক্তভোগীরা হামলা করেছে।
Leave a Reply